প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেয়া হতে পারে

Slider
101664_BGB
ঢাকা :বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, পেট্রোল বোমা হামলাকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ করলে জানমাল রক্ষায় প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেয়া হতে পারে ।

আজ বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিজিবি মানুষ হত্যা করতে চায় না। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যেকোনো আক্রমণ প্রতিহত করবে বিজিবি। এজন্য বিজিবি সদস্যদের অস্ত্র ধরতে হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্ত পাহারা বিজিবির প্রধান কাজ হলেও আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করাও বিজিবির দায়িত্ব।

সংবাদ সম্মেলনে গত এক বছরে বিজিবির বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন বিজিবি মহাপরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *