শ্রীপুরে চারজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের

Slider জাতীয়

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে মাসহ তিন সন্তানকে হত্যার ঘটনায় প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের বাবা আবুল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মামলা দায়ের করা হয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, মা দুই মেয়ে ও এক ছেলেকে শুধু গলা কেটেই হত্যা করা হয়নি, চার জনের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। কি কারণে এমন হত্যাকান্ড ঘটতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঘরে ডাকাতিন কোন আলামত পাওয়া যায়নি। ঘরের আলমিরাসহ অন্যান্য জিনিস সুরক্ষিত ছিল। এছাড়াও প্রেম ঘটিত বা অন্যান্য কোন বিষয়ে এমন হত্যাকান্ড ঘটলো পুলিশের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে।

এলাকায় এমন মর্মস্পর্শী রোমহর্ষক ও নারকীয় ঘটনায় আবদার গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। নিহতের প্রতিবেশী সেলিম উদ্দিন জানান, তাদের সাথে সবসময়ই উঠাবসা ছিল। তারা খুব আন্তরিক ছিলেন। এই এলাকায় প্রায় দেড় যুগ যাবৎ তারা বসবাস করছেন, এভাবে তাদের কেউ এমন ভাবে হত্যা করবে এমন কোন সম্পর্ক তৈরী হয়নি।

প্রবাসী কাজলের ভাগিনা মেহেদী হাসান জানান, আইনগত প্রক্রিয়া শেষে চার জনের মরদেহ ময়মনসিংহের পাগলা থানার গোলাবাড়ি গ্রামে দাফনের প্রক্রিয়া চলছে। সকাল থেকে কবর খোঁড়া শুরু হয়ে এখন প্রায় শেষ হয়ে গেছে।

এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এঘটনায় নিহতের শ্বশুড় আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা নং-২৮ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *