ঢাকা : কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনার এলাকায় পুলিশের টহল থাকা পিকআপ ভ্যান লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ভ্যানের উপরে আগুন ধরে যায়। পুলিশ দ্রুত আগুন নিভিয়ে ফেলে।