ময়মনসিংহের করোনা যোদ্ধা শেখ ঈশান আক্রান্ত

Slider জাতীয় টপ নিউজ


ময়মনসিংহ: করোনা থেকে ময়মনসিংহ শহরের মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক শেখ ঈশান। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে তার নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বতর্মানে তিনি ময়মনসিংহের মাসকান্দায় তার
বাসায় অবস্থান করছেন।

ঈশান জানিয়েছেন, তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। সবাই যখন করোনা থেকে বাঁচতে ঘরে তখন স্বেচ্ছাসেবক ঈশান ছিল রাস্তায়।
ময়মনসিংহ শহরের যুবক শেখ ঈশান গত ২৮ মার্চ পরিচিতদের নিয়ে ‘তারুণ্যের দল’ নামে ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেন। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে করার মেশিন, পিপিই, হ্যান্ডগ্লাভস ও মাস্ক জোগাড় করেন। প্রতিদিন কাঁধে জীবাণুনাশকের ড্রাম নিয়ে নেমে পড়তেন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে। রাস্তা ঘাট, বাসাবাড়ি, বিভিন্ন যানবাহন জীবাণুমুক্ত করতো শেখ ঈশানের তারুণ্যের দল। সুরক্ষা সরঞ্জাম দেয়াসহ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় তারা। দ্রুতই তার কর্যক্রম নজর কাড়ে শহরবাসীর ।

ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, শেখ ঈশানের পাশে আমরা আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *