ঠাকুরগাঁও: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন ও পুলিশের গাফিলতির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঠাকুরগাঁওয়ে আইসিটি আইনে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সাংবাদিক আল মামুন দৈনিক অধিকার পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
বুধবার রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
বালিয়াডাঙ্গী থানার এসআই জহুরুল ইসলামের দায়েরকৃত এজাহারে বলা হয়েছে, ‘‘আল মামুন এক ফেসবুক পোস্টে পুলিশ বাহিনী এবং প্রশাসনকে কটাক্ষ করেছে। ওই পোস্টে প্রশাসনের মানহানি করা হয়েছে ।’’
সাংবাদিক আল মামুন বলেন, ‘‘প্রশাসনের গাফিলতির সমালোচনা করে লেখাটাই আমার অপরাধ।’’
এ বিষয়ে মামলার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান।