মধুপুরে এক হাজার পরিবারের পাশে দাঁড়ালো সিটি ব্যাংক

Slider জাতীয় বাংলার মুখোমুখি

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সকলেই আতঙ্কিতবোধ করছেন।। এতে সকলেই গৃহের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রয়েছেন। ফলে তারা কোনো কাজকর্ম করতে পারছেন না। এতে দিনমজুর, অসহায়, দরিদ্র লোকেরা দু’বেলা দু-মুঠো ভাত ঠিকমতো খেতে পারছেন না। এমতাবস্থায় তারা অপেক্ষায় আছেন যে, কেউ তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিক। এমতাবস্থায় মধুপুর উপজেলা পুলিশ প্রশাসন প্রতিনিয়ত তাদেরকে সহায়তা করে যাচ্ছেন।

সার্কেল এএসপি মধুপুর বিভিন্ন ভাবে তহবিল সংগ্রহ করে মধুপুরের মানুষদেরকে সবসময় সহায়তা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মধুপুর উপজেলা পুলিশ প্রশাসনের সহায়তায় এক হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলো সিটি ব্যাংক। করোনা সংকটের শুরু থেকেই তারা চেষ্টা করে যাচ্ছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। দিন মজুর,খেটে খাওয়া দিন-আনে-দিন-খায় লোকেদের জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন তারা।। এসব চেষ্টা সফলভাবে বাস্তবায়নের জন্য তারা মধুপুর,ধনবাড়ি এলাকার বিভিন্ন জন-দরদী মানুষকে পাশে পেয়েছেন। এর পাশপাশি এবার তারা সিটি ব্যাংককে পাশে পেয়েছেন৷ সিটি ব্যাংক তাদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে মধুপুর এবং ধনবাড়ির এক হাজার পরিবারের মধ্যে পুলিশের সহায়তা নিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এসব পরিবারগুলোর তালিকা আবারও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে তারা চেষ্টা করে যাচ্ছেন সরকারি, বেসরকারী মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক অসহায় মানুষের পাশে দাড়াতে।

মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার কামরান হোসেন জানিয়েছেন, “করোনা সংকটের শুরু থেকেই মধুপুর ও ধনবাড়ী থানার সহকর্মীদেরকে নিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাই নিশ্চিত করাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নানামুখী কাজ করে যাচ্ছি। এছাড়াও মধুপুর ও ধনবাড়ী উপজেলার প্রায় ৪০০ দিনমজুর, অতিদরিদ্র, এবং করোনার কারণে কর্মহীন মানুষদের মাঝে পুলিশের উদ্যোগে ত্রাণ বিতরণ করেছি। এতে চক্ষুলজ্জার ভয়ে যারা ত্রাণ সামগ্রী নিতে পারে না কিন্তু বর্তমান সংকটে অসহায় গোপনে ফোন পেয়ে তাদেরকে বাড়িতে ত্রাণ পৌছে দিচ্ছি। করোনা সংকটে আমাদের গৃহীত নানা কার্যক্রমে এবার পাশে দাড়িয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। মধুপুর- ধনবাড়ীতে এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের মাধ্যমে এগিয়ে এসেছে তারা।”

এসব ত্রাণসামগ্রী বিতরণকালে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা শিউলী,মধুপুর উপজেলা পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তা, মধুপুর উপজেলা চেয়ারম্যান, মেয়র মাসুদ পারভেজ, বণিক সমিতির সভাপতি,ইয়াকুব চেয়ারম্যান, সিটি ব্যাংকের সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনারা সবাই ঘরে থাকুন,সতর্ক থাকুন এবং ধৈর্য ধরুণ। অন্ধকার কেটেই যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *