রেকর্ড ভঙ্গ করে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু আক্রান্ত ৩৪১ জন

Slider জাতীয় টপ নিউজ সারাদেশ

ঢাকা: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মোট মৃত্যু ৬০ জনের, আক্রান্ত ১৫৭২ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৩৫। পরীক্ষা করা হয়েছে ২১১৯টি। ১০ জনের মধ্যে ঢাকায় ৬জন ও ঢাকার বাইরে ৪জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত অনলাইন ব্রিফিং করে এই তথ্য জানায়।

আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৩৫টি। তবে মোট পরীক্ষা করা হয় ২০১৯টি।

তথ্যে আরো প্রকাশ, নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের ছয়জন ঢাকার ও বাকি চারজন ঢাকার বাইরের।

এছাড়া নিহতদের মধ্যে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

দেশে করোনার পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর থেকে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

এ নজরে আজকের করোনা আপডেট

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৪১
মোট আক্রান্ত ১৫৭২
হাসপাতালে চিকিৎসাধীন ৩২
সুস্থ হয়ে বাড়িতে ৪২
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ২১৩২
হোম কোয়ারেন্টাইন ২৬৭৫২
আইসোলেশন ৩৮৩
মোট মৃত্যু ৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *