গাজীপুর।: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়ের লক্ষ্যে আজ জোড় পুকুরপাড়, জয়দেবপুর বাজার, ধীরাশ্রম, বাইপাস,বনমালা সহ জয়দেবপুর চৌরাস্তা, ভোগরা চৌরাস্তা, বোর্ডবাজার, শিববাড়ী মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জনাব রাবেয়া পারভেজ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অংশ নেয়।
বোর্ডবাজার এবং চৌরাস্তা এলাকার অনেক গার্মেন্টস এর সামনে শ্রমিকদের সমাবেত হতে দেখা যায়। তারা বেতন নিতে এসেছে।
রেলস্টেশন হতে ধীরাশ্রম রাস্তায় রেল লাইনের উভয় পাশে লাইনের উপরে অনেক মানুষ বসে বসে আড্ডা দিচ্ছে, আবার অনেককেই দেখলাম কয়েকটা বাচ্চা দিয়ে অভিভাবকরা ঘুরি উড়াচ্ছে। তাদেরকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করে দ্রুত বাসায় যেতে বলা হয়।