শেখ হাসিনাকে থামিয়ে দেয়ার চক্রান্ত চলছে

Slider রাজনীতি


ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে থামিয়ে দেয়ার জন্য চক্রান্ত চলছে। সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যই ছিল প্রতিবিপ্লব গড়ে তুলে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়া। সেই চক্রান্ত এখনও চলছে। আর এর সঙ্গে জড়িত বিএনপিই। রোহিঙ্গা ইস্যুতে সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলায় বিএনপির কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের কাছে শেখ হাসিনা নাকি নতি স্বীকার করেছেন।

¯্রােতের মতো রোহিঙ্গারা আসছে। সীমান্তে বারবার উস্কানি, নেত্রী বারবার বলছিলেন-খবরদার ফাঁদে পা দেয়া যাবে না। মিয়ানমার সরকার গত দুই বছরে যে উস্কানি প্রথম থেকে আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে একই উস্কানির সুরে কথা বলছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি এবং তার মহাসচিব মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া বলছে, প্রশংসা পাচ্ছে-শেখ হাসিনার ভূমিকা, সরকারের কূটনীতি। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নিজেদের অপরাধের দায় উন্মোচিত হওয়ায়, অপরাধী হিসেবে নিজেদের স্বরূপ উন্মোচিত হওয়ায় এরা আরো বেপরোয়া হয়ে ওঠেছে। এরা আজ মিথ্যার বেসাতি করছে। এরা আজ বিষোদগার করছে। এদের কোনো রাজনীতি নেই। রাজনীতির পরিশুদ্ধ ভাষাও এরা ব্যবহার করতে ভুলে গেছে। ওবায়দুল কাদের বলেন, দুইটি ট্র্যাজেডিতে ১৫ আগস্ট আর ২১ আগস্টে তাদের সম্পৃক্ততা আর নতুন করে প্রমাণের দরকার নাই। আদালতে প্রমাণ হয়েছে। ইতিহাসের আদালতে প্রমাণিত হয়েছে। জনতার আদালতে এদের মুখোশ উন্মোচিত হচ্ছে। আগস্ট মাসে এদের মাথা খারাপ হয়ে যায়। কখন যে কি বলে আর কি করে বলা মুশকিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,আবদুর রহমান,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম,সংসদ সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *