বুধবার ৪ জেলায় হরতাল

Slider গ্রাম বাংলা

fire_111126

ঢাকা: খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ, রাখা ও দলের নেতাকর্মীদের ‘গ্রেপ্তার-হয়ারনির’ প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বুধবার হরতাল ডেকেছে বিএনপি ও এর নেতৃত্বাধীন ২০ দল।

জেলাগুলো হলো সিলেট, রংপুর, পাবনা ও নোয়াখালী। এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়ও হরতাল ডেকেছে বিএনপি।

সিলেটে বুধবার ও বৃহস্পতিবার হরতাল

সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে বুধবার সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে মুক্তিসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় সিলেট নগরীর সুবিদবাজারে মিছিল শেষে এক সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি আবদুর রাজ্জাক।

মঙ্গলবার সকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহী অংশের নেতারা মঙ্গলবার এক বিবৃতিতে বৃহস্পতিবার সিলেট জেলায় এ হরতালের ঘোষণা দেন।

খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদ ছাড়াও তারা জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ ও মহানগরের সিনিয়র সহ সভাপতি মাহফুজুল করিম জেহিনসহ কারাবন্দি জাতীয় ও স্থানীয় নেতাদের মুক্তির দাবি করেন।

বিবৃতি দিয়েছেন ছাত্রদল সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলার সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাকিল মুরশেদ, মহানগরের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।

রংপুরে বুধবার হরতাল

চেয়ারপারসনকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সকল জাতীয় নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার বিকালে রংপুর নগরীর শালবন এলাকায় একটি বাসায় সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের সভাপতি রইচ আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার আট উপজেলায় হরতাল পালন করা হবে।

নোয়াখালীতে বুধবার হরতাল

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহানকে গ্রেপ্তার ও চেয়ারপারসনকে ‘অবরুদ্ধ’ করার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রদল।

মঙ্গলবার বিকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল আহবানের কথা জানানো হয়।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাবনায় বুধবার হরতাল

খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পাবনায় বুধবার হরতাল করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সোমবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এ কর্মসূচির কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন চিরস্থায়ী করার লক্ষ্যে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীর ওপর দমন-পীড়ন ও অত্যাচার চালিয়ে যাচ্ছে।”

এ অবস্থায় জনগণের ‘গণতান্ত্রিক অধিকার’ নিশ্চিত করতেই বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রামগঞ্জে বুধবার  হরতাল

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার বলেন, পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালায়। এতে তাদের ১০ জন আহত হয় বলে জানান তিনি।

এর প্রতিবাদে বুধবার উপজেলায় তারা সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন বলে জানান।

বাহারের অভিযোগ, অবরোধের সমর্থনে মঙ্গলবার বিকালে রামগঞ্জ সরকারী কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি রামগঞ্জ-সোনাপুর আঞ্চলিক সড়কের কাঠবাজার এলাকায় পৌঁছলে মিছিলে হামলা হয়। এতে বিএনপি ও যুবদলের ৪ নেতা এবং হামলার দৃশ্য ধারণ করার সময় সাংবাদিক আনিছ কবির আহত হন।

রামগঞ্জ থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তারা মিছিল করতে পারেনি। এ সময় ওই এলাকায় লোকজন জড়ো হলে সাংবাদকর্মীরা দৃশ্য ধারণ করার সময় সাংবাদিক আনিছের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

তিনি নিজেই ওই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে জানান।

আহরা হলেন স্থানীয় সাংবাদিক আনিস কবির, পৌর বিএনপির সভাপতি রফিক উল্যা পাটওয়ারী, সাধারণ সম্পাদ তোফাজ্জল হোসেন বাচ্চু, কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদ ও সাধারণ সম্পাদক মাসুদ আলম। তাদের উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *