টাঙ্গাইলে সর্বশেষ আপডেট: মোট করোনায় আক্রান্ত ৯ জন

Slider ফুলজান বিবির বাংলা


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বিশ্বব্যাপী প্রকট আকার ধারণ করেছে করোনা ভাইরাস। টাঙ্গাইল জেলায় আবারো নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩৯৮ জনের নমুনা পাঠানো হয়েছিল। গতকালকে নতুন করে ৭৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদেরমধ্যে দুইজন করোনা পজেটিভ হয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ১২৮১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৬৪ জন এবং আইসোলেশনে আছেন ৩ জন।

টোটাল ৩২০ জনের রিপোর্ট হাতে পেয়েছেন টাঙ্গাইল জেলা স্বাস্থ্য বিভাগ। টাঙ্গাইল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ জন। তবে, বিগত সময়ে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এরা কেউই করোনায় আক্রান্ত হয়ে মারা যান নি।এদের সবার ফলাফল নেগেটিভ এসেছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানিয়েছেন, “প্রাপ্ত নমুনার রিপোর্টে টাঙ্গাইল জেলায় এখন পর্যন্ত ৯ জন আক্রান্ত হয়েছেন। তারা ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় আছেন। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা থেকেই করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *