অ‌াল্লামা শফীর বমি হওয়ায় হাসপাতা‌লে ভর্তি

Slider চট্টগ্রাম জাতীয়


হাটহাজারী (চট্টগ্রাম): দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শের অামীর অাল্লামা অাহমদ শফী‌কে শারী‌রিক দুর্বলতার দরুণ চট্টগ্রা‌মের সিএসসিআর নামে বেসরকারী হাসপাতা‌লে ভর্ত‌ি করা‌নো হ‌য়ে‌ছে জানান হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি দৈনিক আরো জানান, ব‌মি ও বার্ধক্যজনিত সমস্যার কার‌ণে হুজুর শারী‌রিকভা‌বে দুর্বল হ‌য়ে প‌ড়ে‌ছেন। তাই বি‌শেষজ্ঞ ডাক্তার‌দের পরাম‌র্শে ১১ই এপ্রিল (শনিবার) সন্ধ‌্যায় তাঁকে হাসপাত‌া‌লে নেয়া হ‌য়ে‌ছে।

আল্লামা শফী হুজুর‌ দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কারনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *