গ্রাম বাংলা ডেস্ক: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ২৯ জুন। সে অনুযায়ী বাংলাদেশে ৩০ জুন থেকে শুরু হতে পারে রমজানের রোজা পালন।
বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ড. এ আর খান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটিই দাবী করেছেন।
তিনি বিবৃতিতে বলেন, ২৭ জুন (শুক্রবার) দুপুর ২টা ৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। নতুন চাঁদ ঐদিনই সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২ ডিগ্রী নিচে অবস্থান করবে। ফলে সেদিন বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে না। এটি পরদিন ২৮ জুন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ৭ ডিগ্রী উপরে অবস্থান করবে এবং প্রায় ৩৮ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে অস্ত যাবে। এ সময় চাঁদের মাত্র এক শতাংশ আলোকিত থাকবে। তবে সেদিনও বাংলাদেশের আকাশে চাঁদটি দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এটি পরদিন ২৯ জুন (রোববার) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৭ ডিগ্রী উপরে অবস্থান করবে এবং প্রায় এক ঘন্টা ২০ মিনিট দেশের আকাশে অবস্থান করে রাত ৮টা ৯ মিনিটে অস্ত যাবে। ঐদিন চাঁদের প্রায় পাঁচ শতাংশ আলোকিত থাকবে এবং বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নতুন চাঁদটিকে স্পষ্টভাবে দেখা যাবে। ওই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৫২ ঘন্টা ৪১ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
অতএব ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৯ জুন সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেে ৩০ জুন সোমবার থেকে আরবী ১৪৩৫ হিজরীর ‘রমজান’ মাসের গণনা শুরু হবে। বিজ্ঞপ্তি