করোনায় মৃত্যু ৮৬ হাজার ছাড়িয়েছে

Slider জাতীয় সারাবিশ্ব

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৩০৩ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৫২০ জন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় ইতালি সবার ওপরে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯১ জন।

ইতালির সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে স্পেনে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৭৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও করোনার আঘাতে বেড়ে চলেছে লাশের মিছিল। এ দেশে মোট মুত্যু হয়েছে ১০ হাজার ৩২৮ জনের। মোট আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৬৯ জন।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৭ জনের। এ দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৭৩৩ জন। সুস্থ হয়েছেন মাত্র ১৩৫ জন।

সর্বশেষ তথ্যমতে যুক্তরাষ্ট্রে ১ হাজার ২৭ জনের নতুন মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৮৬ জনের। করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৬৯৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে যেটা সর্বাধিক। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৩ জন।

করোভাইরাসের উৎপত্তিস্থল চীন হলেও সেদেশে করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায়। চীনে নতুন করে মাত্র ৬২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮০২। চীনে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৩ জনের।

মুসলিমবিশ্বের মধ্যে ইরানে করোনাভাইরাসের হানায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ দেশে মারা গেছে ৩ হাজার ৯৯৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৮৬ জন।

কোভিড-১৯ নামে পরিচিত এই ভাইরাসটি গত বছরের ডিসেম্বরে চীনের উহানে আত্মপ্রকাশ করে। এরপর ছড়িয়ে পরে সারা বিশ্বে।

সূত্র : আলজাজিরা ও ওয়াল্ডোমিটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *