রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা ১২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন শ্রীপুরে সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট রহমত আলীর কন্যা সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি।
(০৮ এপ্রিল বুধবার) শ্রীপুর উপজেলার পৌর শহরে সকাল দশটা থেকে কর্মহীন ওইসব পরিবারের মধ্যে করোনা ভাইরাস সচেতনতার প্রচারপত্রসহ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন।
তৃণমূল জনপ্রতিনিধি, গ্রাম কমিটি ও স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কর্মহীন মানুষের ঘরে ঘরে এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি ভিপি আহসানউল্লাহ, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা নূরু জামান প্রমুখ।