সিলেট প্রতিনিধি: ঢাকায় নেওয়া হচ্ছে সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসককে। সিলেটে চিকিৎসাধীন থাকা ওই চিকিৎসকের অবস্থার উন্নতি না হওয়ার কারনে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
রোববার জানা গিয়েছিলো সিলেটের ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর নিজের ইচ্ছে অনুযায়ী তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার রাত ১১ টার দিকে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলে দ্রæত সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে ভর্তির পর তার অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। পরে রাত ১২ টার দিকে অবস্থান উন্নতি হলে তাকে কেবিনে নিয়ে আসা হয়েছিলো।
এদিকে- বুধবার দুপুরে তার আরেক দফা শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়।
এরপর সিলেটের ডাক্তাররা সিদ্বান্ত নেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলার হাসপাতালে প্রেরন করা জন্য। এর প্রেক্ষিতে বিকেলে দিকে এম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত মহাপাত্র জানিয়েছেন- করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকার কুর্মিটোলার কুয়েত মৈত্রী হাসাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।