নিম্ন আয়ের মানুষ ঘরে রাখতে কাজ করছে প্রশাসন

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল শ্রীপুর: মরণঘাতী করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে আরও সক্রিয় হয়েছে সেনাবাহিনী। তার পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা কাজের অজুহাতে বের হয়ে পড়ছেন। বিশেষ করে, খেটে খাওয়া দিনমজুর শ্রেণি জীবিকার তাগিদে বের হচ্ছেন।

এসব নিম্ন আয়ের মানুষেকে ঘরে ফেরাতে জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন পরিশ্রম করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন।
সরজমিন ঘুরে দেখা যায়, করোনা পরিস্থিতিতে প্রতিদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে জনসাধারণেকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করছেন।

সকাল থেকে মধ্যে রাত পযন্ত উপজেলার প্রধান সড়ক, পাড়া-মহল্লা এবং কাঁচাবাজারে গিয়ে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছেন তিনি।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা নাসরিন বলেন, করোনা পরিস্থিতিতে শ্রীপুর উপজেলার মানুষকে ঘরে রাখতে কাজ করছি। আমার বিশ্বাস সবাই যথাযথ দায়িত্ব পালন করলে এই যুদ্ধে আমরা জয়ী হতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *