ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
তিনি দেশের একবিংশতম প্রধান বিচারপতি হলেন।
নতুন প্রধান বিচারপতি আগামী ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সোমবার এস কে সিনহার নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।