খালেদার রিট খারিজ

Slider জাতীয় টপ নিউজ ঢাকা রাজনীতি সারাবিশ্ব

_Khaleda-Zia
গ্রাম বাংলা ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুই দুর্নীতির মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

দু’দিনের শুনানি শেষে আজ দুপুরে এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে মামলা দুটি বিচারাধীন রয়েছে ।

ঢাকা মহানগরের বকসিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে এ বিচার চলছে। আগামী ৯ই জুলাই মামলা দু’টির স্যাগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে। আজ স্যাগ্রহণ শুরুর দিন ধার্য থাকলেও হাইকোর্টে রিট বিচারাধীন থাকায় আসামিপরে সময়ের আবেদনের প্রেেিত নতুন এ দিন ধার্য করেছেন বিচারিক আদালত। রিটে রাষ্ট্রপে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এবং খালেদা জিয়ার পে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব  হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।

খালেদার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৯ জুলাই
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ৯ জুলাই ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসায় স্থাপিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালত সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ সময়ের আবেদন করেন।
এ দুই মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারকের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট নিষ্পত্তি না হওয়ায় এই সময় আবেদন করা হয়। বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *