সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর মৃত্যু, ‍পুরো গ্রাম লকডাউন

Slider জাতীয় সিলেট


সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। বিকালে ওই গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ওই ব্যক্তির বয়স ৪৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ী সকাল ৭টায় পেটব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা।

তিনি আরো বলেন, যেহেতু হোম কোয়ারেন্টাইনের সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে ছিলেন এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নিয়েছি। পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।

দোয়ারা বাজার থানার ওসি আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৭ মার্চ তিনি ওমান থেকে দেশে ফিরে আসেন। প্রশাসনের নির্দেশে ওই দিন থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুল আহাদ ওই গ্রাম লকডাউন ঘোষণা দিয়ে বলেন, প্রবাসীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। বাড়তি সতর্কতার জন্য গোটা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *