রাতুল মন্ডল শ্রীপুরL গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের নেই পিপিইসহ চিকিৎসা সামগ্রী। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তার নিজস্ব তহবিল থেকে চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।
গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফতেহ আকরামের নিকট চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন।
চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে, পিপিই, হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, এমসিটি সার্জিক্যাল গ্লাভস, রেইন কোর্ট।
এসময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মুহিতুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক,
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন বলেন, পিপিইসহ অন্যান্য উপকরণগুলো তাদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে কাজে লাগবে। প্রয়োজনে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারীগণের জন্য সুরক্ষা নিশ্চিত করতে পুনরায় এধরণের চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করা হবে।