ডেস্ক: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্র। তাই সব মার্কিনীকে সরকারের নির্দেশনা অনুসরণ করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কর্মকর্তারা সতর্কতা দিয়েছেন আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে এক লাখ থেকে প্রায় আড়াই লাখ মানুষ করোনা ভাইরাসে মারা যেতে পারেন। নিউ ইয়র্কের হাসপাতালগুলোর মর্গ উপচে পড়ছে মৃতদেহ। এখন আর মৃতদেহ রাখার জায়গা নেই। হাসপাতালের বাইরে রেফ্রিজারেটর ট্রাকের ভিতর সারিবদ্ধ রাখা হয়েছে মৃতদেহ। টাইমস অব ইসরাইল, অনলাইন বিবিসিসহ বিভিন্ন মিডিয়ায় এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। করোনা ভাইরাস মহামারি সামাল দিতে বিশ^জুড়ে জাহাজ, স্টেডিয়াম, পার্ককে অস্থায়ী হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।
মঙ্গলবার েেস্পন ও ফ্রান্সে মারা গেছেন কমপক্ষে ৮০০ মানুষ। বৃটিশ সরকার তার দেশে করোনায় মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে। বিশ^জুড়ে এখন কমপক্ষে ৮ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সামনে আরো অত্যন্ত কঠিন বেদনাদায়ক সময় অপেক্ষা করছে। এ জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে তিনি তার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, পীড়াময় ওই সময়কে আলিঙ্গন করতে প্রস্তুত থাকা উচিত। সবচেয়ে খারাপ কথা হলো সামনের কয়েক সপ্তাহ বা মাসে শুধু যুক্তরাষ্ট্রে আড়াই লাখ মানুষ মারা যেতে পারেন বলে প্রক্ষেপন বা প্রজেকশনে বলা হচ্ছে। তাই এই মহামারিকে একটি ‘প্লেগ’-এর মতো আখ্যায়িত করে হোয়াইট হাউজ থেকে বক্তব্য রাখছিলেন প্রসিডেন্ট ট্রাম্প। তার ভাষায়, সামনের দু’টি সপ্তাহ হবে অত্যন্ত কঠিন বেদনাদায়। কঠিন এক বেদনাদায়ক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে পরিস্থিতি। সামনের এই কঠিন দিনগুলোর জন্য প্রস্তাত থাকার জন্য প্রতিটি মার্কিনীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।