রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জাবালে নূর পরিবহনের বাসটিতে বিকেলে আগুন দেয়া হয়- সমকাল
জাবালে নূর পরিবহনের ওই বাসটি আব্দুল্লাহপুর থেকে পল্লবী হয়ে আগারগাঁও রুটে চলাচল করত।
রোববার বিকেল ৪টার দিকের এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নেভায়।