ঘোড়াশালে জীবাণুনাশক তরল স্প্রে কার্যক্রম উদ্বোধন

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা সারাদেশ

বিল্লাল হোসেন,পলাশ(নরসিংদী): করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে পলাশ ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবাণুনাশক তরল স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার পলাশ বাসস্ট্যান্ডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ফারহানা আলী, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর সভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাৎসহ সকল কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।

কার্যক্রমের উদ্বোধন শেষে ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি বলেন, করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য এটা অত্যন্ত জরুরী একটা পদক্ষেপ জীবাণুনাশক তরল স্প্রে ছিটানু। এ কার্যক্রমটা শুরু করেছি কিছুদিন আগে থেকেই। এই কাজটি আমরা ব্যাপক পরিসরে শুরু করেছি ঘোড়াশাল পৌরসভার উদ্দ্যোগে পলাশ ফায়ার সার্ভিস এবং পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *