ইমাম ও খতিবদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন জিসিসি মেয়র

Slider জাতীয় বাংলার মুখোমুখি


গাজীপুর: করোনা ভাইরাসের আক্রমন প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুসারে প্রচারে এগিয়ে আসতে গাজীপুরে ইমাম ও খতিবদের আহবান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম।

এক ভিডিও বার্তায় তিনি বলেন,ইমাম ও খতিবরা ধর্মীয় নেতা,তাই তাদের কথা আমরা শুনি। এই আক্রান্ত থেকে বাঁচার পথ আল্লাহর উপর ভরসা ও সাধারণ মানুষ কে সচেতন করা। তাই দিনে পাঁচ ওয়াক্তে নামাজের সময়ও সর্তক করা যায়। তিনি আরো বলেন,৯০% মুসলমানের দেশ এই বাংলাদেশ তাই মুসলমানরা ধর্মভীরু। ধর্মের প্রতি তাদের অগাত বিশ্বাস আর ভালোবাসা জড়িয়ে। বর্তমানে এই মহামারী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মসজিদে মুসল্লীদের সংখ্যা বেশি। এখানে বয়স্ক লোকের সংখ্যাও বেশি নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় এই রোগটি একটি সোয়াসে রোগ। রোগীর সংস্পর্শে যে আসবে তারও হবে এবং রোগী থেকে তিন ফিটের ভিতরে থাকলে তারও হবে। তাই খতিবদের মাধ্যমে জানানো হবে,বেশি বয়স্ক লোক ও ঠান্ডা,কাশি ও জ্বর জাতীয় রোগীরা যেন মসজিদে না আসে। তারা যেন ধর্মীয় কাজগুলো ঘরে বসে করে। এতে করে সে নিরাপদ থাকলো এবং অপরকে যুকিমুক্ত রাখলো। মেয়র আরো বলেন,আমরা সর্বচ্চ দিয়ে চেষ্টা করছি,কিভাবে এই রোগ থেকে বাঁচা যায়। তাই এই ধর্মীয় নেতাদের উপদেশ ছাড়া বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *