গণপরিবহন বন্ধ হলেও পণ্যবাহী ট্রাকে ঘরমুখো মানুষের ঢল

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল শ্রীপুর: করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। সরকারের এমন ঘোষণার পর লোকজনের বাড়ি যাওয়ার হিড়িক পড়েছে।

গণপরিবহন বন্ধ থাকার পরও পণ্যবাহী ট্রাক পিক-আপসহ বিভিন্ন পরিবহনে করে গাজীপুরের শ্রীপুর থেকে দল বেধে ঘরে ফিরছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সরজমিনে দেখাযায়, পণ্যবাহী ট্রাকে করে দল বেঁধে ছুটছেন ঘরমুখো মানুষ। তাদের চোখে মুখে নেই ভয়াবহ করোনা ভাইরাসের ভয়।
এমন চিত্র গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা, এমসি বাজার, নয়নপুর, জৈনাবাজারসহ উপজেলার বিভিন্ন বাস স্ট্যান্ড গুলোতে।

মাওনা হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, মানুষকে সচেতন করতে পুলিশ কাজ করছে। আর যে সমস্ত পণ্যবাহী গাড়ি যাত্রী বহন করছে সে সমস্ত গাড়ির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *