ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : সরকারী মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংরক্ষিত ১০% কোটা বাতিলের দাবিতে প্রচন্ডরুদে দাঁড় করিয়ে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন ও মিছিল করেছে গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশন নামে একটি সংগঠন।
বৃহসপতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও রাজপথে ওই কর্মসূচি পালিত হয়।
আয়োজকেরা জানান, ৬ষ্ঠ শ্রেনীতে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০% কোটা বরাদ্দ রয়েছে। ওই কোটা বাতিল করে সকলের জন্য সমান সূযোগ সৃষ্টির করতে তারা আন্দোলন করছেন। আন্দোলনে গাজীপুর জেলার বেশ কিছু কেজি স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। স্কুলের ক্লাশ বাদ দিয়ে প্রচন্ড রোদের মধ্যে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে শিশুরা কর্মসূচি পালন করে।
প্রসঙ্গত: কেজি স্কুল গুলোর বিরুদ্ধে অতিরিক্ত অর্থআদায়ের অভিযোগ অহরহ। সকল ছুটির দিন সহ কোচিং এর নামে সার্বক্ষনিক কোমলমতি শিক্ষার্থীদের উপর প্রচন্ডচাপ প্রয়োগ করে শিক্ষা ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে সরকার কোচিং সেন্টার বন্ধের উদ্যোগ নিলেও এই সকল ব্যবসায়িক কোচিং সেন্টার গুলো বন্ধ হচ্ছে না। এখন তারা প্রচন্ড রোদের মাঝে শিশুদের দিয়ে আন্দোলন করানো শুরু করেছেন।