আজ সন্ধ্যা ৭টা থেকে ট্রেন চলাচল বন্ধ

Slider জাতীয় টপ নিউজ সারাদেশ

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম।

তিনি বলেন, এখন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে মালবাহী ট্রেন চলাচল করবে। এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী এই ঘোষণা দেন।

এর আগে দুপুর ১২টার দিকে আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। গত রাত থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে মেইল ও লোকাল ট্রেনের চলাচল বন্ধ করা হয়। তবে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুর পথে কিছু লোকাল ও কমিউটার ট্রেন চালু ছিল। আজ দুপুরে রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়াজাহানসহ শীর্ষ কর্মকর্তারা বৈঠক করে ২৬শে মার্চ থেকে সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
রেলের মহাপরিচালক শামসুুজ্জামান এসব সিদ্ধান্ত নেয়ার কথা নিশ্চিত করে বলেন, আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি তারা আগেই বন্ধ রেখেছেন। এরপরও কেউ অনলাইনে বা অনেক আগে অগ্রিম টিকিট কেটে রাখলে তা আইন অনুযায়ী ফেরত দেয়া হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *