ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে।
রোববার মুম্বাই ও বিহারে দুইজনের মৃত্যুর পর গুজরাটেও একজনের মৃত্যু হয়েছে। গুজরাটে করোনার কারণে মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
দ্যা ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুজরাটে মারা যাওয়া ওই ব্যক্তি পুরুষ। তার বয়স ৬৯ বছর। করোনায় আক্রান্ত হওয়ার পর সুরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রোববার বিহারে মারা যাওয়া ৩৮ বছরের ওই ব্যক্তি সম্প্রতি কাতারে গিয়েছিলেন। তিনি কিডনির অসুখে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল বলে বিহারের স্বাস্থ্য বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন।
এদিকে মহারাষ্ট্রে রোববার একজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। ৬৩ বছরের এক বৃদ্ধকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তিনি রোববার সকালে সেখানে মারা যান। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের অসুখ ছিল বলে বৃহন্মুম্বই পুরসভার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ে দ্বিতীয় মৃত্যু ঘটল।