সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন(উত্তর)এর উপকমিশনার বিজয় বসাক জানান, পাঁচলাইশ থানার একটি দল, চিকিৎসক ইফতেখার আদনানকে আটক করে।
করোনাভাইরাসে মৃত্যু নিয়ে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।
৩৫ সেকেন্ডের ওই অডিওতে কোরোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যাওয়ার খবর রোহান নামে কাউকে দিতে শোনা যায়। কয়েকদিন আগে এই অডিও ফেসবুকের ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে ভাইরাল হয়।