ভাইরাস নিয়ে বাকবিতন্ডা, নিহত ১

Slider জাতীয় টপ নিউজ

ডেস্ক: রাজবাড়ীতে এক ব্যক্তির মৃত্যু নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫)। আজ শনিবার সকালে সদর উপজেলার ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১১জন আহত হয়েছেন। আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি মারা যান। সদর উপজেলার ভবদিয়া গ্রামের স্থানীয় পল্লী চিকিৎসক আবদুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি সম্ভবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত লাবলু মোল্লার ভাই আবদুল মান্নান এর বিরোধিতা করে বলেন, গজবে তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত বৃহস্পতিবার দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে আজ শনিবার উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
কিন্তু সকাল সাড়ে ছয়টার দিকে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাবলু মোল্লার মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *