বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। সর্বশেষ তথ্যমতে বিশ্বের ১৭৭টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। প্রতি মুহুর্তে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। মৃতের সংখ্যা বাড়ছে হু-হু করে। শুক্রবার রাত ১২টা পর্যন্ত করোনার তথ্য সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়াল্ডোমিটারের সর্বশেষ তথ্যমতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত ১০ দেশ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
১. ইতালি
মোট আক্রান্ত ৪৭ হাজার ২১ জন। করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে। সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১২৯ জন।
২. চীন
বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে। সেখানে মোট আক্রান্ত ৮০ হাজার ৯৬৭জন। মারা গেছেন ৩ হাজার ২৪৮জন। কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি। চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ১৫০জন।
৩. ইরান
ইরানে করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৬৪ জন। এ দেশটিতে মারা গেছেন ১ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৫ জন।
৪. স্পেন
স্পেনে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪১২ জন। মারা গেছেন ১ হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৮ জন।
৫. ফ্রান্স
মোট আক্রান্ত ১০ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ৩৭২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘন্টায় এ দেশটিতে কেউ মারা যায়নি।
৬. মার্কিন যুক্তরাষ্ট্র
করোনা ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৯১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২১জন।
৭. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৯ জন। দেশটিতে মারা গেছেন ১৮৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৫জন করোনায় আক্রান্ত রোগী।
৮. দক্ষিণ কোরিয়া
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৫২ জন। দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৩ জন।
৯. নেদারল্যান্ডস
করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন। এ দেশটিতে সুস্থ হয়েছেন দু’জন।
১০. জার্মানি
জার্মানিতে করোয় আক্রান্ত ১৮ হাজার ৭৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ১৮০ জন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৮৬ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ৬৬ হাজার ১৭৯ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৬৪ হাজার ৩৯০ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৭ হাজার ৯৯৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
গত ৮ মার্চ বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওই দু’জন সুস্থ্ হলেও পরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ জন।