ঢাকা: শ্রীলঙ্কায় দীর্ঘ সময় নেতৃত্ব দেয়া জনপ্রিয় প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কঠিন প্রতিপক্ষ মাইথ্রিপালা সিরিসেনার কাছে ভোটের লড়াইয়ে পরাজিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে এখনও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিক ভোট গণনার ভিত্তিতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে চলেছেন সিরিসেনা, এমনটা প্রায় নিশ্চিত। এদিকে রাজাপাকসে তার পরাজয় মেনে নিয়ে একটি বিবৃতি প্রদান করেছেন। ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত’ করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ভোট গণনার প্রাথমিক ফলাফলের ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি সিরিসেনা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নির্ধারিত সময়ের দুই বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজাপাকসে। কিন্তু, আগাম এ প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিতভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন রাজাপাকসের সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরিসেনা। ২০০৫ সালে ক্ষমতায় এসেছিলেন মাহিন্দ রাজাপাকসে। তার শাসনামলেই তামিল বিদ্রোহীরা পরাজিত হয় এবং জনপ্রিয়তার শীর্ষে উঠে যান রাজাপাকসে। ধীরে ধীরে তার জনপ্রিয়তা কিছুটা খর্ব হলেও, এবারের আগাম নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আশা করেছিলেন সরকারি দলের রাজনীতিবিদরা।