কুডিগ্রামে সাংবাদিক আরিফুলকে নির্যাতন ও অন্যায়ভাবে কারাদন্ড দেয়ার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন

Slider জাতীয় রংপুর

মোঃ জাহিদুল ইসলাম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ প্রত্যাহারেই যথেষ্ট নয়, দৃষ্টান্ত মুলক শাস্তি চাই” শ্লোগানে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান কে নির্যাতন করে মিথ্যা মাদক মামলায় জড়িয়ে ভ্রাম্যমান আদালতে এক বছর কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা প্রদান করার প্রতিবাদে মানববন্ধন করেছে ডিমলার সকল সাংবাদিক বৃন্দ।

১৬ মার্চ সকাল ১১টায় ডিমলার স্মৃতি অম্লানে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজাহারুল ইসলাম লিটন। অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু। এতে বক্তব্য রাখেন, দৈনিক লাখো কন্ঠ ও ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হামিদার রহমান, সিনিয়র সহ-সভাপতি বাবু নিরঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সানু, ডিমলা প্রেস ক্লাবের ফজলুল হক, ইউনুস আলী মোল্লাসহ আরো অনেকে।

এসময় বক্তারা, বাংলা ট্রিবিউনাল পোটালের কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম কে শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে তার নিজ বাড়ীর দরজা ভেঙ্গে তাকে ধরে ডিসি অফিসে নিয়ে আসে এবং যেভাবে উলঙ্গ করে অমানুষিক নির্যাতন চালায় তার বর্ননা দিয়েছে আরিফুল ইসলাম রিগ্যান নিজেই। পরে ডিসি অফিস কক্ষেই তাকে মিথ্যা মাদক মামলায় জড়িয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছর কারাদন্ড প্রদান করে। অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। গণমাধ্যম কর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ মানববন্ধনে অংশগ্রহন করে। মানবন্ধন শেষে অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *