গাজীপুরে উল্টো পথে গাড়ি চালানোয় বাঁধা দেয়ায় পুলিশকে থাপ্পর, যুব মহিলা লীগ নেত্রী ও সিটি কাউন্সিলর আটক

Slider জাতীয় টপ নিউজ

গাজীপুর: গাজীপুরে দুই পুলিশ কনস্টেবলকে থাপ্পর মেরেছেন গাজীপুর সিটিকরপোরেশনের সংরক্ষিত (৩১, ৩২, ৩৩) নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ও গাজীপুর মহানগীর যুব মহিলা লীগের আহবায়ক রুহুন নেছা। পরে তাকে আটক করে পুলিশ।

শনিবার দুপুরে চান্দনা চৌরাস্তা হতে পুলিশ তাকে আটক করে।

জিএমপি ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, যুব মহিলা লীগের নেত্রী রুহুন নেছা উল্টা পথে গাড়ি চালাচ্ছিল কর্তব্যরত অবস্থায় দুই কনস্টেবল তাকে বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের চড়-থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

পরে পুলিশ তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করে।

বাসন থানার ওসি চৌধুরী একেএম কাউসার আহম্মেদ সত্যতা নিশ্চিত করে বলেন, পোশাক পরিধান অবস্থায় দুই পুলিশ সদস্যকে মারধর করে যুব মহিলা লীগ নেত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহুন নেছা। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *