দেশে নতুন কোনো করোনা আক্রান্ত নেই : আইইডিসিআর

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


দেশে নতুন কোনো করোনায় আক্রান্ত নেই বলে জানিয়েছেন- রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
শনিবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিং-এ প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত তৃতীয় রোগীও সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে আরেকবার নমুনা পরীক্ষা নেগেটিভ আসলেই তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে। এর আগে আক্রান্ত অপর দু’জনের পরপর দুবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের করোনামুক্ত ঘোষণা করা হয়।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এ নিয়ে আইইডিসিআর ল্যাবরেটরিতে মোট ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া করোনা আক্রান্ত সন্দেহে ৯ জনকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

গত ২৪ ঘন্টায় আইইডিসিআরের হটলাইনে সর্বমোট কল এসেছে ৩ হাজার ৬৮৫ জনের। মোট কলের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে জানতে চেয়েছেন ৩ হাজার ৬০৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *