মো: জাকারিয়, গাজীপুর: কবে যে কে বা কারা মরা গরু ময়লার ড্রেনে ফেলে গেছেন কেউ জানেন না। তবে গরুর পচা দেহ ময়লার ড্রেনের দূর্গন্ধকে শক্তিবান করে নতুন বিষাক্ত গন্ধ ছড়াচ্ছে, সেটা সবাই জানেন। কারণ রাস্তা দিয়ে যাতায়াতের সময় বিষাক্ত গন্ধটা নাকে গেলেই খুঁজ পায় পথচারীরা।
গাজীপুর সিটিকরপোরেশের পৃর্ব চান্দনা গুরুস্থান এর উত্তর পাশে গ্রন্থাগার সংলগ্ন ময়লার ড্রেনে এই মরা গরু গন্ধ ছড়াচ্ছে কয়েক দিন থেকেই।
আজ সকালন সাড়ে ৯ টায় ঘটনাস্থল থেকে ছবিটি তুলেছেন গ্রামবাংলানিউজের গাজীপুর ব্যুরো প্রধান মো: জাকারিয়া।