বিল্লাল হোসেন, পলাশ প্রতিনিধি : নরসিংদীর পলাশে অটোরিকশা চোর চক্রের অন্যতম সদস্য রানা মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ। আটককৃত চোর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাও গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। রবিবার (৮ মার্চ) বিকাল ৫টার দিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন ও এসআই সাইদুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ উপজেলার সুলতানপুর থেকে চোরাই অটোরিকশাসহ রানা মিয়াকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, তার বিরুদ্ধে পলাশ থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এবং তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। বাকি অটোরিকশা ছিনতাইকারী সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
