লালমনিরহাটে হঠাৎ ঝড়ের আঘাতে ঘরবাড়ি লণ্ডভন্ড

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঝড়ের আঘাতে অর্ধশত ঘরবাড়ি, দোকানপাট লণ্ডভণ্ড হয়েছে।এতে ১০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়া চওড়া গ্রাম এলাকায় ঝড় হওয়ার ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঝড়ের আঘাতে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ মানুষগুলো খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে। বিশেষ করে শিক্ষার্থীদের বই খাতাসহ অনেক কিছুই নষ্ট হয়ে যায়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরেই ঝড়ের আঘাতে বাদিয়া চওড়া গ্রামের মুহূর্তে অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র।

এদিকে খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তার আশ্বাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মনসুর উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *