লালমনিরহাটে তথ্য মেলার উদ্বোধন

Slider তথ্যপ্রযুক্তি রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ ৪ মার্চ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মুক্ত মঞ্চে জেলা প্রশাসন, লালমনিরহাট ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ২ দিনব্যাপি তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।

উদ্বোধন শেষে তথ্য মেলা আয়োজন বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন পুলিশ সুপার আবিদা সুলতানা, কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম।

তথ্য অধিকারের উপর আলোচনা করেন সাবেক সিভিল সার্জন ও সদস্য সনাক ডাঃ আবুল কাশেম , প্রোগ্রাম ম্যানেজার সিভিক এনগেজমেন্ট বিভাগ , রংপুর কাস্টার মজিবর রহমান, লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম খান স্বপন।

স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ রায়।

এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তথ্য সেবা প্রদানের জন্য স্টল স্থাপন করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *