দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২জন

Slider জাতীয়


দেশে বর্তমানের মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন এবং পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬০ জন। মোট ভোটারের মধ্যে নতুন ভোটার ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন ।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। (সূত্র : বাসস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *