নিজের গল্পে মেহজাবিনের অভিনয়

Slider জাতীয় বিনোদন ও মিডিয়া


ঢাকা: নিজের গল্পে প্রথমবার অভিনয় করলেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গল্প লেখার পাশাপাশি চিত্রনাট্যও তৈরি করেছেন তিনি। নাটকটির নাম ‘থার্ড আই’। এটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা।

নাটকটিতে তাকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে। মেহজাবিন বলেন, ‘থার্ড আই’ নাটকের গল্প ভাবনাটা আমার মাথায় আসে কয়েক বছর আগেই। একজন নারী হিসেবে আমি সব সময়ই সচেতন থাকি। তার পরও মাঝেমধ্যে ঝামেলায় পড়ি। বিভিন্ন সময় যখন শপিং করতে যাই, তখন নানারকম বাজে অভিজ্ঞতা হয়। সেই ভাবনা উঠে এসেছে এ নাটকে। নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, নারীরা যেন কোথাও নিরাপদ নয়। হোক সেটা রাস্তায় কিংবা শপিংমলে। শপিংমলে নারীদের পোশাক চেঞ্জ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এমনই বিষয় নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘থার্ড আই’। নারী দিবস উপলক্ষে নির্মিত এ নাটকটিতে মেহজাবিন ছাড়া আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। আগামী ৮ মার্চ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *