অমর একুশে গ্রন্থমেলা ২০২০ বই বিক্রির নতুন রেকর্ড

Slider জাতীয় সারাদেশ সাহিত্য ও সাংস্কৃতি


ঢাকা: ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এই তথ্য জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ। যা গতবারের তুলনায় দুই কোটি টাকা বেশি। বই বিক্রিতে আবারও নতুন রেকর্ড গড়লো অমর একুশে গ্রন্থমেলা।

আজ শনিবার অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং গতকালের সম্ভাব্য বিক্রি যুক্ত করে এ হিসাব দেওয়া হয়েছে।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, ২০১৯ সালে বিক্রির পরিমাণ ছিল ৮০ কোটি টাকা। ২০১৮ সালে ছিল ৭০ কোটি ৫০ লাখ টাকা, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ, ২০১৬ সালে ৪০ কোটি ৫০ লাখ, ২০১৫ সালে ২১ কোটি ৯৫ লাখ, ২০১৪ সালে ছিল সাড়ে ১৬ কোটি এবং ২০১৩ সালে ১০ কোটি ১৪ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *