আন্তর্জাতিক ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ। এবার হিন্দু নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিপাকে পড়েছেন তিনি। দেশটির হিন্দু নারীদের প্রত্যেকে অন্তত চারটি করে বাচ্চা জন্ম দিতে হবে বলে মন্তব্য করেন এই সাংসদ।
এর আগে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসকে ‘দেশপ্রেমিক’ বলে আখ্যা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে তার ওই মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।
মঙ্গলবার মিরাটে হিন্দুদের ‘সান্ত সমাগম মহৎসভা’ নামের একটি ধর্মীয় সভায় সাক্ষী মহারাজ বলেন, ‘ভারতে চার স্ত্রীর ৪০ সন্তান নীতি কাজ করবে না। কিন্তু এমন সময় আসবে যখন হিন্দু সম্প্রদায়কে রক্ষায় প্রত্যেক হিন্দু নারীদের কম করে চারটি সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন হবে। তাই নারীদের সেই কাজ অবশ্যই করতে হবে।’
ভারতে কয়েকদিন আগে যে ধর্মান্তর কার্যক্রম চলছিল, তার অন্যতম নেতা সাক্ষী মহারাজ। সভায় তিনি বলেন, ধর্মান্তরিত ব্যক্তিদের ফের নিজের ধর্মে ফিরিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ‘অপরাধী’দের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।
হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো অন্য ধর্মের লোকদের ধর্মান্তর করছে- উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধর্মান্তর ও পুনঃধর্মান্তর এক জিনিস নয়। অপেক্ষা করুন, খুব শিগগিরই এ ব্যাপারে পার্লামেন্টে একটি আইন পাস করা হবে। এতে কেউ যদি গরু জবাই ও পুনঃধর্মান্তর কাজে যুক্ত থাকে, তাদের মৃত্যুদণ্ডাদেশের বিধান রাখা হবে।’
মহরাজের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার ও নারী অধিকার রক্ষা সংগঠনগুলো। তার ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় তারা।