করোনায় ১৬৬৫ মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৬৮০০০

Slider জাতীয় সারাবিশ্ব

ডেস্ক: করোনা ভাইরাসে চীনে রোববার মারা গেছেন আরো ১৪২ জন। এ নিয়ে সেখানে মোট এই ভাইরাসে মারা গেলেন ১৬৬৫ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬৮০০০। এর মধ্যে রয়েছেন রোববার নতুন করে আক্রান্ত ২০০৯ জন। চীনের বাইরে প্রায় ৩০টি দেশে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৫০০। ফ্রান্স, হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট চার জন মারা গেছেন। ওদিকে চীনের দাবি, আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমে এসেছে। সর্বশেষ ডাটা প্রকাশের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, নতুন আক্রান্তের সংখ্যা কমে গেছে।
এর অর্থ এই যে, এই মহামারি নিয়ন্ত্রণযোগ্য। আমরা সম্পূর্ণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণমূলক প্রচেষ্টা নিয়েছি। এসব প্রচেষ্টা বা উদ্যোগ ব্যাপক। এমনটা করতে পারে এরকম আর কোনো দেশ দেখি নি। ওদিকে মুদ্রা বা ইয়েনের মাধ্যমে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সে জন্য ব্যাংকনোটকে জীবাণুমুক্ত করছে কেন্দ্রীয় ব্যাংক। তারা ব্যবহৃত ব্যাংকনোট জমা করছে। তারপর সেগুলো জীবাণুমুক্ত করে বিতরণ করছে। শনিবার ফরাসি কর্মকর্তারা বলেছেন, ফ্রান্সে বেড়াতে যাওয়া এক চীনা পর্যটক মারা গেছেন। তার দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। এটাই এশিয়ার বাইরে প্রথম মৃত্যুর ঘটনা। যুক্তরাষ্ট্র বলেছে, জাপানে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে আটকে পড়া ৪০০ মার্কিনিকে উদ্ধারে একটি বিমান পাঠানো হচ্ছে। আরেকটি ক্রুজ শিপ নোঙর করেছে কম্বোডিয়ায়। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ৮৩ বছর বয়সী একজন নারীকে মালয়েশিয়া নেয়ার পর পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। বৃটেনে ৯ জন আক্রান্ত হওয়ার পর তাদেরকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সিঙ্গাপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২। এর মধ্যে আঠার জন পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *