হঠাৎ পল্টনে বিপুল সমাগম

Slider জাতীয় রাজনীতি

সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ছিলো পুলিশের কড়া পাহারা। এরই মধ্যে দু’একজন করে নেতাকর্মী আসেন। তারা কার্যালয়ে অবস্থান নেন। ধীরে ধীরে নেতাকর্মীর সংখ্যা বাড়তে থাকে। উদ্দেশ্য পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ। কিন্তু পুলিশ ছিল কঠোর অবস্থানে। সে সময় ৮-১০ নেতাকর্মী কার্যালয়ের সামনে বসে পড়েন। বেলা ১ টা ৫০ মিনিটে প্রথমে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।
এরপর চোখের পলকে শত শত নেতাকর্মী চতুর্দিক থেকে হাজির হন। তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা স্লোগান দিতে থাকেন ‘জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো।’ বিক্ষোভ জনসমুদ্রে পরিণত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। বক্তব্য রাখেন হাবিন উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *