কি করে তারে বলো মানুষ বলি?—– এম. মোশতাক বিন নূর

Slider জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী


যে মানুষ বিদ্যা শিখে মূর্খ সাজে বিপদ দেখে
যে মানুষ অযোগ্যদের পা টিপে দেয় চক্ষু ঢেকে,
যে মানুষ অন্যায় দেখেও অন্ধ সাজে দারুণ ভয়ে
যে মানুষ সত্য জেনেও বোবা সাজে লোকালয়ে;
সে মানুষ, মানুষ বটে; ফাঁকা বুলি
কি করে তারে বলো মানুষ বলি ?
কি করে তারে বলো মানুষ বলি ?

যে মানুষ স্বার্থ ছাড়া পা ফেলেনা কোন কাজে
যে মানুষ শপথ করেও নিয়ম ভাঙে সকাল-সাঁজে,
যে মানুষ ভাল-মন্দ, সঠিক-ভুলের ধার ধারেণা
যে মানুষ লোভ-লালসায় মত্ত হয়ে পথ ছাড়েনা;
সে মানুষ, মানুষ বটে; ফাঁকা বুলি
কি করে তারে বলো মানুষ বলি ?
কি করে তারে বলো মানুষ বলি ?

যে মানুষ মুখোশ পড়ে ভালো সাজে সবার কাছে
যে মানুষ খোলস পাল্টে আপন রূপে ফিরে আসে,
যে মানুষ নামেই মানুষ, কাজে মিলে পশুর আচার
যে মানুষ চোরের রাজা, সে-ই করে চোরের বিচার;
সে মানুষ, মানুষ বটে; ফাঁকা বুলি
কি করে তারে বলো মানুষ বলি ?
কি করে তারে বলো মানুষ বলি ?

যে মানুষ বুক মিলিয়ে পিঠে ঢুকায় বিষের ছুরি
যে মানুষ হাসতে হাসতে লোক ঠকিয়ে ঝুলায় ভুঁড়ি,
যে মানুষ ত্রাসের সাথে আপস করে ভোজন পেয়ে
যে মানুষ পাপ করেও শান্তি খোঁজে হন্যে হয়ে;
সে মানুষ, মানুষ বটে; ফাঁকা বুলি
কি করে তারে বলো মানুষ বলি ?
কি করে তারে বলো মানুষ বলি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *