গাজীপুরে গাড়িতে আগুন, পুলিশের ধাওয়া গুলি আহত- ৩,আটক- ৩

জাতীয়

DSC08963

গাজীপুর: গাজীপুরে জেলা শহরে একটি প্রাইভেট গাড়িতে আগুন দিয়েছে
দুর্বৃত্তরা। টঙ্গীতে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে  পুলিশ ধাওয়া করে। এসময়
পুলিশের গুলিতে ১জন গুলিবিদ্ধ ও লাঠির আঘাতে ৩জন আহত হয়। ওই ঘটনায় পুলিশ
৩জনকে আটক করেছে।

মঙ্গলবার(০৬জানুয়ারী) বিকালে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, বিকাল ৪টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ি রোডে সিনা
হাসপােতালের বিপরীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কফি কালারের প্রাইভেট কার
নং ঢাকা মেট্রো-গ-২৭-৭৩১৩ এ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় জনতা
সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায়
স্থানীয় স্বেচ্ছাসেবক  দল অবরোধের পক্ষে একটি ঝটিকা মিছিল বের করে এবং
ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে।

এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অন্তত
৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষন করে। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা পাশের
একটি গলিতে ঢুকে পড়ে। পরে ডিবি পুলিশ মুক্তার বাড়ি রোড এলাকায় তল্লাশী
চালিয়ে জামাল, সালাউদ্দিন ও ফারুক নামে ৩ জনকে আটক করে। এঘটনায় ১ জন
গুলিবিদ্ধ সহ ৩জন আহত হয়।

স্বেচ্ছাসেবক দল টঙ্গীর থানার আহ্বায়ক শাহনুর ইসলাম জানান, আহতদের মধ্যে
ফারুক,সিদ্দিক ও লোকমানকে উত্তরাস্থ মাওলানা ভাষানী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সংবাদের সত্যতা
নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *