দিল্লিতে ভরাডুবির পথে বিজেপি, এগিয়ে কেজরিওয়াল

Slider জাতীয় সারাবিশ্ব


ডেস্ক: দিল্লির ভোটগ্রহন পর্ব শেষ। হাতে আসতে শুরু করেছে বুথ ফেরত রিপোর্ট। এতে অরবিন্দ কেজরাওয়ালের আম আদমি পার্টির জয়জয়কার দেখা গেছে। যতগুলো টিভি চ্যানেলে বুথ-ফেরত সমীক্ষা দেখানো হয়েছে তার প্রায় সবকটিতেই এগিয়ে কেজরাওয়াল। একইসঙ্গে পূর্বের মতো কংগ্রেসের এবারও ভরাডুবি হয়েছে বলে উঠে এসেছে এসব রিপোর্টে।

বুথ ফেরত রিপোর্ট নিয়ে, ভারতের টাইমস নাও-এর তরফে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গেছে, ৭০টি আসনের মধ্যে এ বারে ৪৪টিতে জয়ী হতে পারে আমজনতা পার্টি। বিজেপি পেতে পারে ২৬টি আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আমজনতা পার্টি।
বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন। সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা গিয়েছে, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে অরবিন্দ কেজরীওয়ালের দল। ২৪-২৮টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আপ। তাদের দাবি, এ বারে ৪৮-৬১টি আসন পেতে পারে তারা। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে ১টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *