ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনাসভা ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তথ্য মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম, পি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, নবীনগর সরকারি কলেজের উপাধ্যক্ষ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, অফিসার ইনচার্জ রনোজিত রায়, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.নাছির উদ্দিন প্রমুখ।